সড়কপথে ও রেলপথে বাজিতপুরের সাথে সারাদেশের ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সড়কপথে ঢাকা হতে বাজিতপুরের দূরত্ব আনুমানিক ২৫০ কি.মি. । সড়কপথে বাসযোগে ৩-৪ ঘন্টার মধ্যে ভৈরব হয়ে বাজিতপুরের সাথে যোগাযোগ করা যায়। আবার গাজিপুর হয়ে কটিয়াদী উপজেলার মধ্য দিয়ে বাজিতপুরের সাথে বাসযোগে যোগাযোগ করা যায়।
তবে বাজিতপুরের সাথে রেলপথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থাটি সবচেয়ে ভাল ও স্বাচ্ছন্দের। বাজিতপুর উপজেলায় দুটি রেলস্টেশন রয়েছে একটি হলো বাজিতপুর রেলস্টেশন এবং অন্যটি হলো সরারচর রেলস্টেশন। ঢাকা হতে বাজিতপুর হয়ে কিশোরগঞ্জের সাথে যোগাযোগের জন্য দুটি ট্রেন রয়েছে। একটি হলো এগারোসিন্দুর এবং অন্যটি হলো কিশোরগঞ্জ এক্সপ্রেস। মাত্র ২.৫০ ঘন্টার মাঝেই ঢাকার সাথে রেলপথে বাজিতপুরের যোগাযোগ করা যায়।
নিম্নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ এর টেলিফোন ও ইমেইল প্রদান করা হলো :
টেলিফোন : 09423-64233
ইমেইল : unobajitpur@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস