মৌলভী উবেদুল হাসানঃ
মৌলভী উবেদুল হাসান দিলালপুরে জন্মগ্রহণ করেন । যৌবনে তিনি কলকাতা থেকে আরবি ও ফারসি অধ্যয়নে বিশেষ কৃতিত্ব দেখিয়ে বিজ্ঞ আলেম হিসাবে সমাজে খ্যাতি অর্জন করেন । উবেদুল হাসানের জ্ঞানের প্রতিভায় মুগ্ধ হয়ে নবান আলীবর্দী খান শেষ পর্যন্ত সিরাজোদ্দৌলার ফুফু ইমামী বেগমকে তার সাথে বিয়ে দেন ।
জহুরুল ইসলামঃ
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি আলহাজ জহুরুল ইসলাম বাজিতপুরের ভাগলপুরে জন্মগ্রহণ করেন । তার অক্লান্ত পরিশ্রম ও মেধাবলে তিনি বাংলাদেশের শিল্পক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করে আন্তর্জাতিক ভাবে খ্যাতি লাভ করেন । শিল্পক্ষেত্র ছাড়াও শিক্ষাক্ষেত্রে তার অবদান অসামান্য । জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ, হাফেজ আবদুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়, রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়,নাজিরুল ইসলাম কলোজিয়েট স্কুল, এবং বাজিতপুর ডিগ্রী কলেজসহ বাজিতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।
খান বাহাদুর আবদুল করিমঃ
বাজিতপুরের অন্যতম কৃতি সন্তান খান বাহাদুর আবদুল করিম বাহেরনগর গ্রামে জন্মগ্রহণ করেন । আইনজীবি হিসাবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন । তার কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ ব্রিটিশ সরকার ১৯২৪ খ্রিষ্টাব্দে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন । ১৯৪১ সালে শেরে বাংলা এ কে ফজলুল হক তার দ্বিতীয় মস্ত্রীসভায় খান বাহাদুর আবদুল করিমকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন ।
সৈয়দ নজমুল হুদাঃ
সৈয়দ নজমুল হুদা দিলালপুরে জন্মগ্রহণ করেন । তার পিতা সৈয়দ নুরুল হুদা ছিলেন বাজিতপুর পৌরসভার প্রথম মুসলমান প্রেসিডেন্ট । সৈয়দ নজমুল হুদা ছিলেন বাজিতপুর উপজেলার প্রথম মুসলমান বি এ বি টি । তিনি ইংরেজী ভাষায় নানাবিধ প্রবন্ধ রচনা করে যথেষ্ঠ সুনাম অর্জন করেন ।
আলহাজ আবদুর রশিদঃ
আবদুর রশিদ গাজিরচর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৪৩ খ্রিষ্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষায় হিন্দু মুসলমানদের সম্মিলিত তালিকায় ৩য় স্থান অধিকার করেন । আবদুর রশিদ একজন সুলেখক ছিলেন । তার লেখা বহু প্রবন্ধ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে । তিনি আওরঙ্গজেব এবং বঙ্গ বিজয় নামে দু’টি নাটকও লিখেছেন ।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) মাননীয় সংসদ সদস্যগনের নাম
ক্রঃ নং |
নাম |
নির্বাচিত হওয়ার সন |
১ |
জনাব মোঃ জিল্লুর রহমান |
১৯৭০ |
২ |
জনাব মঞ্জুর আহমেদ (বাচ্চু মিয়া) |
১৯৭৩ |
৩ |
জনাব আমীর উদ্দিন আহমেদ |
১৯৭৯ |
৪ |
জনাব খালেকুজ্জামান খান (হুমায়ুন) |
১৯৮৬ |
৫ |
জনাব মফিজুর রহমান রোকন |
১৯৮৮ |
৬ |
জনাব আমীর উদ্দিন আহমেদ |
১৯৯১ |
৭ |
জনাব আমীর উদ্দিন আহমেদ |
১৯৯৬ |
৮ |
জনাব মজিবুর রহমান মঞ্জু |
১৯৯৬ |
৯ |
জনাব মজিবুর রহমান মঞ্জু |
২০০১ |
১০ |
আলহাজ্ব মোঃ আফজাল হোসেন |
২০০৮ |
১১ | আলহাজ্ব মোঃ আফজাল হোসেন | ২০১৪ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস