Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক অবস্থান

ভৌগলিক সীমানা

বাজিতপুরের পূর্বে অষ্টগ্রাম উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে সরাইল, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা, উত্তরে নিকলি উপজেলা, উত্তর-পশ্চিমে  কটিয়াদি উপজেলার অবস্থান ।

 

ভৌগলিক অবস্থান

ভৌগলিকভাবে বাজিতপুরের অবস্থান ২৪●০৯˝এবং ২৪●১৮˝ উত্তর অক্ষাংশ এবং ৯০●৫০ ˝এবং ৯১● ০৩˝ পূর্ব দ্রঘিমাংশ এর মধ্যে ।

আয়তন

বাজিতপুর উপজেলার আয়তন ১৯৩.৭৬ বর্গ কিঃমিঃ (৭৮.৮১ বর্গ মাইল ) । এর মধ্যে নদী এলাকা ১০.৮৩ বর্গ কিঃমিঃ । উপজেলার ইউনিয়ন- ১১টি, পৌরসভা-১টি, মৌজা/মহল্লা-১১২টি, গ্রাম-১৮৯টি ।

 

জনসংখ্যা

বাজিতপুর উপজেলার  মোট জনসংখ্যা-- ২,১০,৩৭৫ জন( আদমশুমারী-২০১১), তন্মধ্যে পুরুষ-১,০৫,৯৮৮ জন এবং মহিলা- ১,০৪,৩৮৭ জন। ১৮ বৎসর ও এর অধিক বয়সী জনসংখ্যা-১,০৯,০৬০ জন । ৭ বৎসরের উর্দ্ধের শিক্ষার হার-৩৪.৬৪%।

 

আবহাওয়া ও জলবায়ু

বাজিতপুরকে নাতিশীতোষ্ণ এবং সমভাবাপন্ন জলবায়ু অঞ্চল বলা হয় । এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ  ২৩৮৭.৬ মিলিমিটার । তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.৮২ ডিগ্রী এবং সর্বনিম্ন ২০.৬১ ডিগ্রী সেলসিয়াস । বার্ষিক গড় আর্দ্রতা ৮০.০২ শতাংশ । বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় । অতিবৃষ্টিতে অনেক সময় বন্যা দেখা দেয় ।