২০ নভেম্বর, ২০১৬ খ্রি. তারিখ হতে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা (পিএসসি) শুরু হতে যাচ্ছে। এ বছর বাজিতপুরে মোট ১৫টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,৫৫২ জন। ১৯ নভেম্বর, ২০১৬ খ্রি. তারিখ শনিবার সারাদিন কেন্দ্রগুলোর প্রস্তুতি দেখতে প্রাথমিক শিক্ষা অফিসারসহ সরেজমিন পরিদর্শন করেন জনাব ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার, বাজিতপুর, কিশোরগঞ্জ মহোদয়। বাজিতপুর উপজেলায় পিএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করতে পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের হল-সুপার, কেন্দ্র সচিব ও অন্যান্যদের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোমলমতী ছাত্রছাত্রীদের আসন বিন্যাস, ব্যাঞ্চ, পরীক্ষা কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ আইন-শঙ্খলার বিষয়ে কেন্দ্র সচিবদের বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন। একই সাথে পরীক্ষা কেন্দ্রের সামনে যেন অযাচিত লোক সমাগম না হয় এবং যানজটের কারণে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। সকল অভিভাবকদের নিকট হতে তিনি এবারের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে সহযোগিতা কামনা করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস