বাজিতপুর কলেজ কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর পৌরশহরের 1নং ওয়ার্ড ভূক্ত বসন্তপুর গ্রামের মধ্যভাগে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। এটি 1964 সনে প্রতিষ্ঠিত। কলেজটির মোট 10.35 একর ভূমির মধ্য সিমানায় দক্ষিণমুখী দুটি পাকা দ্বিতল ভবন রয়েছে। এর রয়েছে আঠারটি ক্লাশরুম, অডিটোরিয়াম, চারটি সাইন্স ল্যাব, একটি কম্পিউটার ল্যাব, শ্ষিকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের পৃথক পৃথক কমনরুম, লাইব্রেরী, তিনটি অফিস কক্ষ, সুবিশাল খেলার মাঠ, শহীদ মিনার, দুটি পুকুর, মসজিদ এবং শিক্ষক-কর্মচারীগণের আবাসন।
এ কলেজটি 1964 সনে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় । 1970-71 শিক্ষা বর্ষ থেকে ডিগ্রী অনুমোদন এবং 2011-2012 শিক্ষা বর্ষ থেকে অনার্স কোর্সের অনুমোদন লাভ করে । কলেজটি কিশোরগঞ্জ জেলার 3 নম্বর প্রতিষ্ঠিত কলেজ হিসেবে হাওর অঞ্চলের উচ্চ শিক্ষা লাভে গ্ররুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।
একাদশ- 755 জন, দ্বাদশ- 645 জন, স্নাতক প্রথম বর্ষ- 125 জন, স্নাতক 2য় বর্ষ- 81 জন, স্নাতক 3য় বর্ষ- 108 জন, স্নাতক (সম্মান) প্রথমবর্ষ : হিসাব বিজ্ঞান- 45 জন, ব্যবস্থাপনা- 07 জন।
ক্রঃ নং | নাম | পদবী |
1 | জনাব আফজাল হোসেন,সংসদ সদস্য. কিশোরগঞ্জ-5 | সভাপতি |
2 | জনাব আজিজুর রহমান | বিদ্যোৎসাহী সদস্য |
3 | জনাব নুরুন্নবী বাদল, উপজেলা চেয়ারম্যান, বাজিতপুর। | বিদ্যোৎসাহী সদস্য |
4 | জনাব গোলাম রসুল দৌলত | বিদ্যোৎসাহী সদস্য |
5 | জনাব শামসুর রহমান চৌধুরী | প্রতিষ্ঠাতা সদস্য |
6 | জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান | দাতা সদস্য |
7 | জনাব ইসহাক উদ্দিন আহম্মদ | অভিভাবক প্রতিনিধি |
8 | জনাব মোঃ ইদ্রিস | অভিভাবক প্রতিনিধি |
9 | জনাব গোলাপ মিয়া | অভিভাবক প্রতিনিধি |
10 | জনাব ডাঃ মোঃ আঃহালিম মোল্লা | চিকিৎসা সদস্য |
11 | জনাব রফিকুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
12 | জনাব মোঃ ফিরোজ মিয়া | শিক্ষক প্রতিনিধি |
13 | জনাব ফারুক আহম্মদ | শিক্ষক প্রতিনিধি |
14 | জনাব মোঃ নাজিম উদ্দিন | অধ্যক্ষ/সদস্য সচিব |
যোগাযোগ(ইমেইলএড্রেসসহ) | গ্রাম- বসন্তপুর, ডাকঘর ও উপজেলা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ ইমেইল এড্রেস : bajitpurcollege@gmail.com মোবাইল ফোন নম্বর : 01753-065912 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস