বাজিতপুর একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ । প্রাচীন কালের ইতিহাস থেকে জানা যায়, বহূকাল পূর্বে এ অঞ্চলটি খাল-বিল, হাওড়ের গভীর জলে নিমজ্জিত ও জঙ্গলে পরির্পূর্ণ একটি দুর্গম এলাকা ছিল । হাওড় অঞ্চল এখান থেকেই শুরু হয়েছে । তাই বাজিতপুর ভাটি অঞ্চলের প্রবেশদ্বার (Gate way of the Eastern Zone) নামে জেলাবাসীর কাছে সুপরিচিত ।১৫ই এপ্রিল ১৯৮৩ সালে বাজিতপুর থানাকে মান উন্নীত উপজেলায় রুপান্তর করা হয়। সে থেকে উপজেলার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বাজিতপুর উপজেলাধীন নান্দিনা গ্রামের এক মনোরম পরিবেশে উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। উক্ত কমপ্লেক্সের ভেতরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ অন্যান্য সরকারি দপ্তর সমূহ অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS